হুদুর দুর্গা
মহিষাসুর হিন্দু পুরাণে বর্ণিত একটি চরিত্র। বিভিন্ন প্রাচীন হিন্দু কাহিনীতে মহিষাসুরকে অপদেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে। হিন্দু বাঙালিরা যে সময়ে তাদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন করেন, সেই সময়েই শোক পালন করে অসুর বংশীয় আদিবাসীরা। তাদের লোককথা অনুযায়ী আর্যদের দেবী দুর্গা এই সময়েই তাদের রাজা মহিষাসুরকে ছলনার মাধ্যমে হত্যা করেছিলেন। রাজাকে হারানোর শোক হাজার হাজার বছর ধরেও ভুলতে পারেননি আদিবাসী সমাজ। 'অসুর' ভারতের একটি বিশেষ আদিবাসী উপজাতি। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর বিহার এই তিন রাজ্যের সরকারি তপশিলি উপজাতিদের তালিকার একেবারে প্রথম নামটিই হল অসুর।
আদিবাসী সমাজ মনে করেন, দুর্গা আসলে তাদের সম্রাট মহিষাসুরের নাম, যেখানে তিনি পরিচিত হুদুর দুর্গা বলে। এই' হুদুর' শব্দের অর্থ হল ঝঞ্জা, বিদ্যুৎ বা বজ্রের ধ্বনি। এক্ষেত্রে মহিষাসুরের প্রভাব আর শক্তি ছিল বজ্রের মতো। আর দুর্গা শব্দটা দুর্গের রক্ষক, অর্থাৎ রাজাই ছিলেন মহিষাসুর বা হুদুর দুর্গা। আদিবাসী সমাজের লোককথা অনুযায়ী, 'রাজা মহিষাসুরের সময়ে নারীদের অত্যন্ত সম্মান দেওয়া হতো'। তাই এরকম একজন রাজা কোনো নারীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না বা তার বিরুদ্ধে অস্ত্র ধরবে না, এরকমটাই ধারণা ছিল আর্যদের। এক গৌরবর্ণা নারীই যে মহিষাসুরকে বধ করেছিলেন, তা হিন্দু পুরাণেও আছে। দেবী দুর্গার যে মূর্তি গড়া হয় সেখানে দুর্গা গৌড় বর্না, টিকোলো নাক, যেগুলি আর্যদের শারীরিক বৈশিষ্ট্য। অন্যদিকে মহিষাসুরের যে মূর্তি গড়া হয় দুর্গাপূজায়, সেখানে তার গায়ের রং কালো, কোকড়ানো চুল, পুরু ঠোঁট। যা অনার্যদের বৈশিষ্ট্য।
চিরাচরিত ভাবে দুর্গাপূজার সময়েই মহিষাসুরের জন্য শোক পালন করা হয়। দুর্গাপূজার সময় তারা অশৌচ পালন করেন। ভুয়াং নামক বাদ্যযন্ত্র দিয়ে নাচ হয়। দাসাই নাচ করেন তারা, যেখানে পুরুষরা নারী যোদ্ধার ছদ্মবেশ ধারণ করে কান্নার সুরে গান গেয়ে গ্রামে গ্রামে ঘোরেন। তাদের গানটা এরকম "ওকার এদম ভুয়াং এদম জনম লেনারে/ ওকার এদম ভুয়াং এদম বহর লেনারে"। এই গানের মধ্যে যে প্রশ্ন আছে, তার উত্তর কেবলমাত্র হুদুর দুর্গার জানা। যদি তিনি এই গান শুনতে পান, তাহলে তারা হুদুর দুর্গাকে চিহ্নিত করতে পারবে।
মহিষাসুর সম্বন্ধীয় লোকগাথা গোটা দক্ষিণ এশিয়া জুড়েই পাওয়া যায়। ভারত, নেপাল, বাংলাদেশ এর বিভিন্ন জায়গায়। মহিষাসুর নানা যুগেই ছড়িয়ে ছিলেন। তাই এটি সম্ভবত কোনো ব্যক্তি নন, এটি উপাধি।
Comments
Post a Comment