শীতের বিকেল....
শীতের বিকেলের একটা গন্ধ আছে। প্রতিবারই সেই গন্ধ নিয়ে ফিরে আসে শীত । এই গন্ধটা চিরদিন একই রকম থেকে যায়... এই গন্ধটার প্রতি একটা ভালোলাগা আছে। গন্ধটা মনে করিয়ে দেয় ছেলেবেলার বিকেল গুলোকে, যেন আবারও ছুটে চলে যেতে পারি সেই সবুজ ঘাসে। আবার চাইলেই যেন কাঁদতে পারি ছেলেবেলার মতো। কিন্তু পারি না.. অনেক টা সময় পেরিয়ে গেছে , ইদুর দৌড়ে সামিল হয়েছি। ফিরতে পারি না সেই বিকেল গুলোতে,কান্না পেলেও আর কাঁদতে পারি না আজ। ধীরে ধীরে বিকেল পেরিয়ে সন্ধে নামে;হয়তো সেই সময় পিঠে ব্যাগ নিয়ে হাজির হই টিউশন ব্যাচে। বিকেল পেরোনোর সাথে সাথে কোথাও হারিয়ে যাচ্ছে গন্ধটা ,হারিয়ে যাচ্ছে ছেলেবেলা..... (চিত্র: সংগৃহীত)